মৌলভীবাজারের রাজনগর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। (২৪ মার্চ) সোমবার সরকারি প্রাথমিক শিক্ষক কল্যাণ ভবনে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ এর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা হাবিব শাপলা। বিশেষ অতিথি ছিলেন রাজনগর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ মোর্শেদুল হাসান খান, সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমেদ চৌধুরী, উপজেলা প্রকৌশলী রাজু পাল, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলফিকার আলি, প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ নেয়ামত উল্ল্যা, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী খান, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন সাহা,উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মাসুদ রানা,জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী আব্দুল হামিদ,
প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুদ আহমদ, ফারুক আহমেদ বখত, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,উপজেলা জামায়াতের আমির আবুর রাইয়ান শাহীন, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম, সদস্য জসিম চৌধুরী, মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক জাহাঙ্গীর আহমদ মুহিত, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির আহবায়ক রেজওয়ানুল পিপুল, সদস্য সচিব সোয়েব আহমদ, খেলাফত মজলিসের উপজেলা সাধারন সম্পাদক হাফেজ এবাদুল হক তালুকদার, মাওলানা ওলিদ আহমদ, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সভাপতি মাওলানা রিয়াজ উদ্দিন, রাজনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, অর্থ সম্পাদক সৈয়দ ফুয়াদ হোসেন, প্রচার প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান,সদস্য গৌছুজ্জামান, সাইদুল ইসলাম, কামরান আহমদ, জুয়েল আহমেদ। ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ
দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে খেলাফত মজলিসের উপজেলা শাখার সহসভাপতি মাওলানা হোসাইন আহমদ মোনাজাত মোনাজাত পরিচালনা করেন। ইফতার শেষে সমাপনী বক্তব্য প্রেসক্লাবের সভাপতি বলেন সকলের উপস্থিতিতে রাজনগর প্রেসক্লাবের ইফতার মাহফিল প্রাণবন্ত হয়েছে। সফল ও সার্থক হয়েছে। আমাদের অনেক সীমাবদ্ধতার কারনে অনেক ভালোবাসার ও কাছের মানুষকে দাওয়াত দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন। তিনি আরোও বলেন আমি জানি অনেকে বাহিরে ইফতার করেননা আমাদেরকে ভালোবাসার টানে আমাদের প্রেসক্লাবকে ভালো লাগায় প্রেসক্লাবের ইফতার মাহফিলে উপস্থিত হয়ে ইফতার মাহফিলকে প্রানবন্ত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ইফতার মাহফিলে উপস্থিতি সকলকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানান।