স্বাধীন নির্বাচন কমিশন হতে নতুন কমিশনে স্থানান্তরের বিরুদ্ধে মানববন্ধন

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : : | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৫, ০৫:৩৬ পিএম
স্বাধীন নির্বাচন কমিশন হতে নতুন কমিশনে স্থানান্তরের বিরুদ্ধে মানববন্ধন

জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে বৃহস্পতিবার  সকালে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা পরিষদ চত্তরে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশন এর আয়োজনে এক মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 এসময় বক্তারা বলেন, ২০০৭-০৮ সালে বাংলাদেশ নির্ব্চন কমিশনের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক সহযোগিতায় একটি নির্ভূল ও গ্রহণযোগ্য ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ণের উদ্যোগ গ্রহণ করা হয়। নির্বাচন কমিশনের কর্মকর্তা- কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠে ৮ কোটি ১০ লাক্ষ নাগরিকের ডেমোগ্রাফিক ও বায়োমেট্রিক তথ্য সম্বলিত এক সুবিশাল ভোটার ডেটাবেজ যা পৃথিবীর ইতিহাসে এক অনন্য নজির। সর্বশেষ প্রকাশিত চুড়ান্ত ভোটার তালিকা অনুসারে এই ডাটাবেজে প্রায় ১২.৫০ কোটি নাগরিকের তথ্য রয়েছে। ইউএনডিপি’র সমীক্ষা অনুসারে ভোটারদের এই সংগৃহীত ডাটা ৯৯.৭% সঠিক মর্মে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। তাই আমরা মনে করি, জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে থাকা সংবিধানসম্মত, নিবাপদ ও কার্যকর ব্যবস্থা। বক্তারা আরো বলেন, আমরা সকল অংশীজনের সহযোগিতা কামনা করছি, যাতে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হতে পারে এবং জনগণের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে।

মানববন্ধনে বক্তারাখেন, আগৈলঝাড়া উপজেলা নির্বাচন অফিসার বাসুদেব সরকার, সহকারী উপজেলা নির্বাচন অফিসার নাসরিন, অফিস সহকারি বঙ্কিম হাওলাদার,  অফিস সহায়ক ফারুক খান, ডাটা এন্ট্রি অপানেটর সুমন হাওলাদার,স্ক্যানিং অপারেটর মো.আমিন।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে