৫৮ কোটি রুপি পুরস্কার ঘোষণা করলো বিসিসিআই

এফএনএস স্পোর্টস : | প্রকাশ: ২১ মার্চ, ২০২৫, ০৭:৪৯ পিএম : | আপডেট: ২২ মার্চ, ২০২৫, ০৫:৫৩ পিএম
৫৮ কোটি রুপি পুরস্কার ঘোষণা করলো বিসিসিআই

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের চ্যাম্পিয়ন ভারত ক্রিকেট দলের জন্য ৫৮ কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গত ৯ মার্চ দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত ৪ উইকেটে হারায় নিউজিল্যান্ডকে। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে আইসিসির কাছ থেকে প্রাইজমানি হিসেবে প্রায় ২০ কোটি রুপি পায় ভারত। বিসিসিআই সভাপতি ও ১৯৮৩ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের পেসার রজার বিনি বলেন, ‘পরপর দু’টি আইসিসি শিরোপা জয় বিশেষ অর্জন বটে। এই পুরস্কারের মাধ্যমে বিশ্বমঞ্চে দলের নিবেদন ও উৎকর্ষকে স্বীকৃতি দেওয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘এই আর্থিক পুরস্কার দলের কঠোর পরিশ্রমের স্বীকৃতি। এ বছর এটি আমাদের দ্বিতীয় আইসিসি ট্রফি। নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপাও জিতেছে ভারত। যা আমাদের দেশের শক্তিশালী ক্রিকেট কাঠামোর প্রতিফলন।’ ক্রিকেটারদের পাশাপাশি দলের কোচিং ও সাপোর্ট স্টাফের সদস্যরা এবং নির্বাচক কমিটিও পাবে বিসিসিআইর পুরস্কার। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসির মোট প্রাইজমানি ছিল ৬.৯ মিলিয়ন ডলার বা ৬০ কোটি রুপি। যা ২০১৭ সালের আসরের প্রাইজমানির চেয়ে ৫৩ শতাংশ বেশি। টুর্নামেন্টে রানার্স আপ হওয়া নিউজিল্যান্ড পেয়েছে প্রায় ১৫ কোটি রুপি। টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বিদায় নেয় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। দুই সেমিফাইনালিস্ট পায় ৭ কোটির রুপির বেশি। গ্রুপ পর্ব থেকে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষ করে বাংলাদেশ। পয়েন্ট বিবেচনায় আট দলের টুর্নামেন্টে ষষ্ঠ হয় টাইগাররা। এজন্য ৪.৭৫ লাখ ডলার বা প্রায় ৫ কোটি ৭৬ লাখ টাকা পায় বাংলাদেশ। সর্বশেষ তিন আইসিসি টুর্নামেন্টেই দাপট দেখিয়েছে ভারত। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ, পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তিন আসর মিলিয়ে ২৪ ম্যাচের মধ্যে ২৩টিতে জয় ও ১টি হারে তারা। একমাত্র হার ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে। তার আগে ওয়ানডে বিশ্বকাপে লিগ পর্বে ৯টি ও সেমিফাইনালসহ টানা ১০ ম্যাচে জয় পেয়েছিল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে