প্রকাশ পেলো বিপিএলের চূড়ান্ত ধারাভাষ্য প্যানেল

এফএনএস স্পোর্টস : | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৪, ০৫:১৩ এএম : | আপডেট: ১৩ মার্চ, ২০২৫, ০৭:৩১ পিএম
প্রকাশ পেলো বিপিএলের চূড়ান্ত ধারাভাষ্য প্যানেল

মাঠের ক্রিকেটের প্রাণ দর্শকরা। তবে সবার তো আর মাঠে বসে খেলা দেখার সুযোগ হয় না। বাকিদের ভরসা তাই টিভি পর্দা। আর সেই টিভি পর্দায় খেলাটাকে আরও আকর্ষণীয় করে তোলেন ধারাভাষ্যকাররা। ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে, আগামী সোমবার শুরু হতে যাওয়া বিপিএলের এবারের আসরে ধারাভাষ্যকারের ভূমিকায় থাকবেন কারা। আতহার আলী খানকে বলা হয় ভয়েস অব বাংলাদেশ। মাইক্রোফোন হাতে বাংলাদেশ ক্রিকেটের সব সুন্দর মুহূর্তের ধারাবিবরণী আসে তার কণ্ঠ থেকেই। প্রখ্যাত এই ধারাভাষ্যকার বিপিএলের কমেন্ট্রি প্যানেলে আছেন স্বমহিমায়। বাংলাদেশ থেকে আতহার ছাড়া আছেন আরও ৩ জন। তারা হলেন- শামীম আশরাফ চৌধুরী, সমন্বয় ঘোষ ও মাজহার উদ্দিন অমি। আতহারের মতো শামীমও দীর্ঘদিন ধরে ধারাভাষ্যের সাথে যুক্ত। কাজ করেছেন দেশ-বিদেশের অসংখ্য সিরিজ-টুর্নামেন্টে। সমন্বয় ঘোষ তুলনামূলক নতুন মুখ হলেও অল্প সময়েই কুড়িয়ে নিয়েছেন প্রশংসা। একসময়ের ক্রিকেটার মাজহার উদ্দিন অমি এখন পুরোদস্তুর সাংবাদিক হলেও নিয়মিতই করছেন ইংরেজি ধারাভাষ্য। চমক রয়েছে ধারাভাষ্য প্যানেলের বিদেশিদের তালিকায়। টিনো মায়োয়ো, আমির সোহেল ও এইচডি আকারম্যানের সাথে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি সাবেক ক্রিকেটার স্যার কার্টলি আমব্রোস। তবে সবচেয়ে বড় চমক ড্যানি মরিসন। নিউজিল্যান্ডের প্রখ্যাত এই ধারাভাষ্যকারকে গত কয়েক আসরে পাওয়া যায়নি, কারণ এখন বিপিএলের সাথে বেশ কয়েকটি টুর্নামেন্ট চলে বিশ্বব্যাপী। তবে মরিসন এবার বিসিবির সাথে চুক্তিবদ্ধ হয়ে আসছেন বিপিএলে ধারাভাষ্য দিতে, যার ধারাভাষ্য ও উপস্থাপনায় বরাবরই মুগ্ধ ক্রিকেট দুনিয়া।

একনজরে দেখে নেওয়া যাক বিপিএলের ধারাভাষ্য প্যানেলে চূড়ান্ত হলেন কারা-

আতহার আলী খান

শামীম আশরাফ চৌধুরী

সমন্বয় ঘোষ

মাজহার উদ্দিন অমি

টিনো মায়োয়ো

আমির সোহেল

স্যার কার্টলি আমব্রোস

এইচডি আকারম্যান

ড্যানি মরিসন

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW