গাজীপুরের কাপাসিয়া প্রাথমিক শিক্ষা অফিসে আনুষ্ঠানিক ভাবে ৫০ জন সহকারী শিক্ষক যোগদান করেছেন। ১৬ মার্চ রোববার দুপুরে উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম তাঁর নিজ কার্যালয়ে নব যোগদানকৃত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানান। "মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে আমরা অঙ্গীকারবদ্ধ" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কাপাসিয়া উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে নব যোগদানকৃত শিক্ষকদের বরণ করে নেয়া হয়।
২০২৩ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন রাজস্বখাতভূক্ত সহকারী শিক্ষকদের নিয়োগ পরীক্ষায় তারা নির্বাচিত হন। বিগত সরকারের সময় নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের নিয়োগ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করেছিল। সর্বশেষ মহামান্য হাইকোর্ট নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যোগদানে নির্দেশনা প্রদান করেন।
নব যোগদানকৃত শিক্ষকদের আনুষ্ঠানিকতায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষক এস এম ফাতেমা, সোহরাব রুস্তম, রতন কুমার সেন, আরিফুর রহমান প্রমুখ।