শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারী-বেসরকারী বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে এবং আসন্ন ঈদুল ফিতরের পূর্বেই শতভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ী ভাড়া, ও চিকিৎসা ভাতা প্রদান, ই.এফ.টি সমস্যার দ্রত সমাধানসহ ১০ দফা দাবী নিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বি.টি.এ) টাঙ্গাইল জেলা শাখার বেসরকারি শিক্ষ-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রোববার (১৬ মার্চ) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে শিক্ষক-কর্মচারীরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন চলাকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির (বি.টি.এ) সাধারন সম্পাদক শামীম আল মামুন জুয়েল। আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি গোলাম রব্বানী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তাহাজ্জত হোসেন, সদর উপজেলা কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ প্রত্যেক উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ। বক্তরা বলেন, শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণ এখন সময়ের দাবি। দাবী না মানলে ঈদের পর কঠোর আন্দোলনের হুশিয়ারী প্রদান করা হয়। মানববন্ধন সঞ্চালনায় ছিলেন শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সাধারন সম্পাদক মীর মনিরুজ্জামান মনির।