নির্বাচন জরুরি, স্থিতিশীলতার স্বার্থে দায়িত্ব হস্তান্তর প্রয়োজন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৫, ০৮:২২ পিএম
নির্বাচন জরুরি, স্থিতিশীলতার স্বার্থে দায়িত্ব হস্তান্তর প্রয়োজন: মির্জা ফখরুল
ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে যত দ্রুত সম্ভব একটি জাতীয় নির্বাচন আয়োজন করা জরুরি। তিনি বলেন, ‘নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করা হলে দেশের স্থিতিশীলতা বজায় থাকবে।’

রোববার (১৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি, নির্বাচন বিলম্বিত হলে গণতন্ত্রের পরিপন্থী শক্তির উত্থান ঘটে। তাই আমরা চাই, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে অতি দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক।’

তিনি আরও বলেন, ‘বিলম্বিত নির্বাচনের কারণে দেশে ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাচ্ছে। একই সঙ্গে উগ্র ও জঙ্গিবাদী গোষ্ঠীগুলোও এই পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে। এ অবস্থায় রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে দ্রুত নির্বাচন অপরিহার্য।’

বিএনপি মহাসচিব জানান, তাদের দল সংস্কারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ‘আমরা আগেই ৩১ দফা সংস্কারের রূপরেখা দিয়েছি, যখন কেউ এই বিষয়ে কথা বলেনি। আজ যে সংস্কার প্রস্তাব উঠে আসছে, তার সঙ্গে আমাদের দেওয়া প্রস্তাবের খুব বেশি পার্থক্য নেই।’

দেশের বর্তমান সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘প্রতিদিন পত্রিকা খুললেই হত্যা, খুন, ধর্ষণের সংবাদ দেখতে পাই, যা আমাদেরকে পীড়িত করে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে অসহিষ্ণুতা বাড়ছে, যা একটি উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করছে। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের কর্মীরা তাদের দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নেমে আসছে। এই অস্থিরতা নিরসনে আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, যত দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সংসদে আসবে, তত দ্রুত দেশ পরিচালনায় কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। পাশাপাশি দেশের জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা সহজ হবে।’

ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবি আব্দুল হাই শিকদার, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গণি চৌধুরী, ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম।

এছাড়াও এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু, কামাল উদ্দিন সবুজ, ইলিয়াস খানসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে