কিশোরগঞ্জ-৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর অধ্যাপক মোসাদ্দেক ভুইয়া বলেছেন,৫৪ বছর আগে দেশ স্বাধীন হলেও আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি। এখনও দেশে আসিয়ার মত নিষ্পাপ শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে। এই পবিত্র মাহে রমজানুল মোবারকের মাসে শান্তি কায়েমের পথে ফিরে আসতে হবে। সারা দুনিয়ার অর্ধ জাহানে মুসলিমরা শাসন করেছে। দীর্ঘ সময়ে আওয়ামী জাহেলিয়াত ছিলো। আওয়ামী আমলে জাহাঙ্গীর নগর বিশবিদ্যালয়ের সন্ত্রাসী মানিক একশো মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি পালন করেছিলো। যারা যিনাকারী তাদেরকে পাথর মেরে শাস্তি দেওয়া হলে আর কেউ ধর্ষণের শিকার হতো না।
যারা চুরি করে তাদের বিষয়েও কুরআনে শাস্তির বিধান আছে। অত্যান্ত পরিতাপের বিষয় বিগত সারে পনের বছরে হাসিনা সরকার ২৬ কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। বিচারক চাকুরিজীবী সবাইকে পরহেজগার ও নামাজী হতে হবে। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। দেশের দারিদ্র্যতা দূরীভুত করতে যাকাত ব্যবস্থা কায়েম করতে হবে। আগামী সংসদ নির্বাচনে সবাইকে কুরআনের পক্ষে কাজ করতে হবে। আমার জন্য দুয়া করবেন।
রোববার বিকেলে জেলা সদরের মহিনন্দ ইউনিয়ন জামায়াতের আয়োজনে গোয়ালাপাড়া জামে মসজিদ প্রাংগণে ইউনিয়ন জামায়াতের ইফতার ও দুয়া মাহফিলে কিশোরগঞ্জ-৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর অধ্যাপক মোসাদ্দেক ভুইয়া প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল বাশার। ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আতিকুর রহমান গাজীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের আমীর মাও নজরুল ইসলাম, নায়েবে আমীর মাও নুরুদ্দীন। এসময় মহিনন্দ ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীলগণ,রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।