বাংলাদেশে সোলার প্যানেল উৎপাদনে বিনিয়োগ করবে চীনের লোংগি

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৫, ০৮:০৮ পিএম : | আপডেট: ১৬ মার্চ, ২০২৫, ০৮:০৯ পিএম
বাংলাদেশে সোলার প্যানেল উৎপাদনে বিনিয়োগ করবে চীনের লোংগি

বিশ্বের অন্যতম বৃহৎ সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান লোংগি বাংলাদেশে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে একটি অফিস স্থাপন এবং সৌর প্যানেল উৎপাদনের জন্য কারখানা নির্মাণের পরিকল্পনা করছে। সম্প্রতি ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই তথ্য জানান।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, গত ডিসেম্বর মাসে চীনের শীর্ষস্থানীয় সৌর প্যানেল প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। এই সফরের মূল লক্ষ্য ছিল বাংলাদেশে বিনিয়োগের সুযোগ পর্যালোচনা করা। সফর শেষে লোংগিসহ অন্তত দুটি প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার (১৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে রাষ্ট্রদূত এই বিষয়ে আলোচনা করেন। বৈঠকে তিনি জানান, বাংলাদেশে শিগগিরই লোংগির বিনিয়োগ কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সরকার দেশটিকে একটি অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। এই উদ্যোগের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের উৎপাদন ইউনিট স্থাপনের আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতেই লোংগিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, "বাংলাদেশে বিনিয়োগের জন্য চীনের বেশ কয়েকটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। খুব শিগগিরই চীনের একটি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল চালু হবে, যেখানে চীনা কোম্পানিগুলো বিনিয়োগের সুযোগ পাবে।"

শুধু সৌর প্যানেল শিল্প নয়, স্বাস্থ্য খাতেও চীনের বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। প্রধান উপদেষ্টা চীনের হাসপাতাল চেইনগুলোকে বাংলাদেশে আধুনিক চিকিৎসা সেবা কেন্দ্র স্থাপন বা যৌথ উদ্যোগে স্বাস্থ্যসেবা প্রকল্প পরিচালনার আহ্বান জানান। তিনি বলেন, "বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যাপক বিনিয়োগের প্রয়োজন রয়েছে। চীনা হাসপাতাল চেইনগুলোর জন্য এটি একটি আদর্শ সময় ও সুযোগ।"

জবাবে রাষ্ট্রদূত জানান, চীন ইতোমধ্যে কুনমিং শহরে বাংলাদেশি রোগীদের জন্য চারটি হাসপাতাল নির্ধারণ করেছে। এ সুবিধা নিতে সম্প্রতি একদল বাংলাদেশি রোগী কুনমিংয়ে চিকিৎসার জন্য গেছেন।

আগামী ২৮ মার্চ প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকের মাধ্যমে দুই দেশের দীর্ঘ ৫০ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। সফরে তিনি বোয়াও ফোরামে অংশ নেবেন, যা এশিয়ার ‘দাভোস’ হিসেবে পরিচিত। সেখানে তিনি ‘পরিবর্তনশীল বিশ্বে এশিয়া: এক অভিন্ন ভবিষ্যতের পথে’ শীর্ষক আলোচনায় বক্তব্য দেবেন।

এছাড়া, চীনের পিকিং বিশ্ববিদ্যালয় প্রফেসর ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং তিনি বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ বক্তৃতা দেবেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে