ছয় হাজারের বেশি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৫, ০৭:২২ পিএম
ছয় হাজারের বেশি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের সুপারিশ

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক হিসেবে চিহ্নিত ছয় হাজারের বেশি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৬ মার্চ) মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাঠ পর্যায়ের কমিটির পর্যালোচনার ভিত্তিতে মোট ৬,২৯৫টি মামলা পর্যালোচনা করা হয়েছে, যার মধ্যে ৬,২০২টি মামলাকে ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বিবেচনা করে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।

মাঠ পর্যায়ের কমিটি থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে কেন্দ্রীয় কমিটি মোট আটটি বৈঠকের মাধ্যমে এই সুপারিশ চূড়ান্ত করেছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে গঠিত এ কমিটি মামলা প্রত্যাহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে।

সরকার রাজনৈতিক প্রতিহিংসার শিকার ব্যক্তি ও নিরীহ জনগণের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের লক্ষ্যে দুটি পৃথক কমিটি গঠন করেছে।

১. জেলা পর্যায়ের কমিটি: এই কমিটির নেতৃত্বে থাকবেন জেলা ম্যাজিস্ট্রেট, যেখানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া, কমিটিতে পুলিশ সুপার (মহানগর এলাকায় ডেপুটি কমিশনার) এবং পাবলিক প্রসিকিউটর সদস্য হিসেবে থাকবেন।

২. মন্ত্রণালয় পর্যায়ের কমিটি: আইন উপদেষ্টার নেতৃত্বে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব (আইন ও শৃঙ্খলা), যুগ্মসচিব (আইন), এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি। এ কমিটির সদস্য-সচিবের দায়িত্বে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আইন-১ শাখার উপসচিব বা সমপর্যায়ের কর্মকর্তা।

মাঠ পর্যায়ের কমিটি মামলাগুলোর যথাযথ তদন্ত ও যাচাই-বাছাই শেষে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠিয়েছে, যা পর্যালোচনা করে ৬,২০২টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘নিরপরাধ ব্যক্তি ও রাজনৈতিক নেতা-কর্মীদের অপ্রয়োজনীয় হয়রানি থেকে রক্ষা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ অব্যাহত থাকবে।’’

সরকারের এ পদক্ষেপকে রাজনৈতিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বাগত জানাচ্ছে। তবে, এই মামলাগুলোর পর্যালোচনার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে