গজারিয়ায় অপারেশন ডেভিল হান্টে আন্তঃজেলা গরু চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুরা গ্রামের ভাড়াটিয়া মোশাররফ হোসেনের ছেলে সাকিব হোসেন (২৮) ও গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর গ্রামের আবেদ আলীর ছেলে মোস্তফা (৫৩)। গজারিয়া উপজেলায় প্রতিনিয়ত গরু চুরি ঘটনা ঘটে চলেছে এতে অনেক গরু চুরি হওয়ার কারণে নিঃস্ব হতে চলেছে কোন প্রকারই চুরি থামানো যাচ্ছে না এখন মানুষ রাত জেগে পাহারা দিচ্ছি।
ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, 'আটককৃতদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত মোবাইল ফোন, একটি পিকআপ ভ্যান এবং মাংস বিক্রির নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে'।