নাঙ্গলকোটে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

এফএনএস (মাইনুদ্দিন দুলাল; নাঙ্গলকোট, কুমিল্লা) : : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৫, ০১:৩৪ পিএম
নাঙ্গলকোটে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সূর্যোদয়ের সাথে-সাথে ৩১বার তোপধ্বনি, উপজেলা স্মৃতিসৌধ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপসহকারী কৃষি অফিসার জোনায়েদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিল্টন বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ একে ফজলুল হক, উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান সিকদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া আহমেদ, একাডেমিক সুপারভাইজার আনিসুল হক, উপজেলা কৃষি সম্প্রাসরণ কর্মকর্তা উত্তম কুমার পাল, প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, সদস্য সোহরাব হোসেন, ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, সাফায়েত উল্লাহ মিয়াজী, সাইফুল ইসলাম, নাঈম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ এবং বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে