পাংশা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ, ১৪ রমজান সন্ধ্যায় পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম এ জিন্নাহর সভাপতিত্বে শহরের আব্দুল মালেক প্লাজার প্রেসক্লাব এর কার্যালয়ে অনুষ্ঠিত ইফতারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা কালুখালী শিক্ষক সমিতির সভাপতি মোঃ সামছুল আলম ও রিপোর্টার্স ইউনিটির পাংশা শাখার সভাপতি অধ্যাপক ইজাজুল হক। অনুষ্ঠানে মহানবীর স: জীবনের ওপরে বিশেষ আলোচনা করেন প্রেসক্লাবের অন্যতম সদস্য আলোকিত সকালের প্রতিনিধি সাকী মাহবুব । অন্যান্যের মধ্যে সদস্য সচিব জাকির হোসেন সরদার, কালবেলার সাংবাদিক শামীম হোসেন, দৈনিক বাংলার এস কে পাল, সাংবাদিক অভিনেতা রতন মাহমুদ, খোলা কাগজের আকাশ মাহমুদ, তরুণ কন্ঠের উজ্জ্বল হোসেন, এ এস টিভির আল-আমিন সাকির, সাংবাদিক জসিম, কুষ্টিয়ার আজকের আলো সাংবাদিক আব্দুর রশিদ প্রমুখ।