সরাইলে মহান স্বাধীনতা দিবস পালিত

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৫, ০৩:৫৪ পিএম
সরাইলে মহান স্বাধীনতা দিবস পালিত

সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫। গতকাল বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। শহিদ মিনারে পুস্ফস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধে শহিদদের শ্রদ্ধা জানান, সরাইল উপজেলা প্রশাসন, স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠন, পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরাইল সরকারি কলেজ, মহিলা কলেজ, উপজেলা পূঁজা উদযাপন পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠিসহ বিভিন্ন সরকারি বেসরকারি সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। উপজেলার সকল স্কুল কলেজ, সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সমূহ ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, শিক্ষা প্রতিষ্ঠান, স্কাউট এন্ড গার্ল ইন স্কাউট, কাবদলের ডিসপ্লে, কুচকাওয়াজ। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করেছেন নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন। জাতীয় সংগীত পরিবেশন করেন সঞ্জিব কুমার দেবনাথের নেতৃত্বে ত্রিতাল সংগীত নিকেতন। এ সময় মাঠে উপস্থিত ছিলেন ু উপজেলা বিএনপি’র সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক এডভোকেট মো. নুরূজ্জামান লস্কর তপু, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ ও  সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ। বেলা ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে দেয়া হয় সংবর্ধনা। হাসপাতাল ও এতিমখানায় পরিবেশন করা হয় উন্নতমানের খাবার। মসজিদ মন্দির  প্যাকোডা ও গীর্জায় বিশেষ প্রার্থনা করা হয়। এর আগে গত ২৫ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের কন্ঠে গণহত্যার স্মৃতিচারণ মূলক আলোচনা, ব্ল্যাক-আউট কর্মসূচি পালন করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে