সোনারগাঁয়ে ভিটামিন এ ক্যাপসল খাওয়ানো ক্যাম্পেইন উদ্বোধন

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) : : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৫, ০৭:০৪ পিএম
সোনারগাঁয়ে ভিটামিন এ ক্যাপসল খাওয়ানো ক্যাম্পেইন উদ্বোধন

সোনারগাঁয়ে ভিটামিন এ ক্যাপসল খাওয়ানো ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আহমেদ তিথী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ভিটামিন এ ক্যাপসল খাওয়ানোর মাধ্যমে দিবসটি উদ্ধোধন করেন। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোস্তাফিজুর রহমান দিগন্ত, মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ আয়োশা আক্তার শেফা, সার্জারী কনসালটেন্ট ফারজানা সুলতানা, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আঃ মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আহমেদ তিথী জানান, দিবসটি উপলক্ষে ২৬৪টি অস্থায়ী, ১টি স্থায়ী এবং ১টি ভ্রাম্যমান কেন্দ্রে ৬মাস থেকে ১১ মাস বয়সের সারে আট হাজার এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ৬০ হাজার শিশুদের টিকা খাওয়ানো হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে