আ’লীগ দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে : হাসান সরকার

এফএনএস (মোঃ জাকির হোসেন; বিশেষ প্রতিনিধি) : : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৫, ০৭:৩৪ পিএম
আ’লীগ দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে : হাসান সরকার

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, আওয়ামী লীগ দেশের শিক্ষাব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে। শক্ত হাতে দায়িত্ব নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষারমান পূর্বের ন্যায় ফিরিয়ে আনতে হবে।সোমবার বিকেলে টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

হাসান উদ্দিন সরকার বলেন, পতিত আওয়ামী লীগের নেতারা শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ডের সব টাকা লুটপাট করে খেয়ে গেছে। কাউকে কিছু বলার সুযোগ ছিল না। তারা কোনো আইনকানুন মানতো না। 

সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের গভনিং বডির নবনির্বাচিত সভাপতি ডা. মুহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ মনিরুজ্জামান, প্রফেসর সোলেমান ভূইয়া, আব্দুল মোতালিব, মোস্তফা আমীর ফয়সাল, জিএম ফারুক, এডভোকেট এনামুল হুদা সরকার মনির, হারুনুর রশিদ, ফারহানা ইয়াসমিন প্রমুখ।  অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা হাসিব বিন হারুন। পরে সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে