কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাওরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: আলাউদ্দিন মোল্লার সভাপতিত্বে ২৪ মার্চ সোমবার সন্ধ্যায় বিকয়া বাজারে অনুষ্ঠিত ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মাহমুদুল হক রোজেন, পাংশা সরকারি কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, কালুখালী বিএনপির সাবেক আহ্বায়ক আইনুল হাবিব, কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরুজ আলী মুন্সীসহ কালুখালী ও পাংশা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহমুদুল হক রোজেন পাংশা কালুখালী বালিয়াকান্দীর সব মানুষের বন্ধু নাসিরুল হক সাবু ভায়ের জন্য দোয়া কামনা করেন এবং আগামী কাল পাংশার ইফতার মাহফিলে উপস্থিত থাকতে সকলকে অনুরোধ করেন।